শীতের শেষ পর্বে আবার আবহাওয়ার রদবদল! কলকাতা সহ বাংলার বেশকিছু জেলায় হতে পারে বৃষ্টি , থাকবে মেঘাচ্ছন্ন আকাশ,

বাংলাহান্ট ডেস্কঃ গত কয়েক দিন ধরেই জারি বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণ ও পশ্চিমের জেলা গুলিতেই ইতিমধ্যেই হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আজ  সকাল থেকেই আকাশের মুখ ভার। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণের বিস্তীর্ণ অংশে ।

শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে ১ ডিগ্রি বেশি।সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতা সর্বোচ্চ ৮১ শতাংশ। 

rain delhi

 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ওড়িশায় ঝড়বৃষ্টির পরিমাণ বাড়ার ফলে তার প্রভাব পড়বে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়।

শহরে আরেক বার বৃষ্টির পূর্বাভাস চিন্তিত করেছে বইমেলা কর্তৃপক্ষকে ।তারা মেলা চত্বরে মজুত রেখেছেন পর্যাপ্ত পরিমাণে ত্রিপল ও প্লাস্টিক। বৃষ্টি গত বৃহস্পতিবারের মত হলে তাতে কতটা কাজ হবে তা নিয়ে আশঙ্কায় বিক্রেতারা। এর আগের বৃষ্টিতে ছাদ ও দেওয়ালের ফাঁক দিয়ে জল ঢুকেছিল স্টলের ভিতরে। মেলা চলাকালীন সেই সমস্যা মেটাতে যথেষ্ট বেগ পেতে হবে বুক সেলার্স এণ্ড পাব্লিশার্স গিল্ড কে।

আবহাওয়া দপ্তর সূত্রে  জানা যাচ্ছে, পশ্চিমে ও দক্ষিণের জেলা গুলিতে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বিকেল নামতেই কাঁপুনি দিয়ে ঠান্ডা পড়ছে । দার্জিলিংয়ে মাইনাস ডিগ্রিতে তাপমাত্রা চলে যাচ্ছে । সরস্বতী পুজোর পর তাপমাত্রা একটু বাড়লেও গত তিন-চার দিন ধরে শেষবেলায় আবার দাপট দেখাতে শুরু করেছে শীত। আজ সারাদিনই আকাশ থাকবে মেঘলা।


সম্পর্কিত খবর