মিলবে গরম থেকে মুক্তি! ঘূর্ণাবর্তের দাপটে শনিবার থেকেই ঝড়-বৃষ্টি এই ৫ জেলায়, জানাল হাওয়া অফিস

বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েকদিন ধরে তীব্র গরমে রীতিমতো হাঁসফাঁস করছে রাজ্যবাসী। শুধু তাই নয়, অবস্থা এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে, কিছু জেলায় ইতিমধ্যেই সর্তকতা রয়েছে তাপপ্রবাহের। এমতাবস্থায়, দুপুরের দিকে বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছেন সকলে। পাশাপাশি এগিয়ে নিয়ে আসা হয়েছে গরমের ছুটিও। তবে, এই আবহেই এবার একটি বড় আপডেট (Weather Update) সামনে আনল ভারতীয় মৌসম ভবন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ঘূর্ণাবর্তের (Cyclonic Circulation) জেরে শনিবার পশ্চিমবঙ্গের (West Bengal) একাধিক জেলায় বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে। যার ফলে এই তীব্র গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে।

জানা গিয়েছে যে, ঘূর্ণাবর্তটি মধ্য অসমের ওপরে অবস্থান করছে। এদিকে, ওই ঘূর্ণাবর্তটি পর্যন্ত উত্তর-পশ্চিম বিহার থেকে একটি অক্ষরেখা বিস্তৃত আছে বলেও জানা গিয়েছে। যার ফলে, উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশীয় জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। এর পাশাপাশি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারেও ঝোড়ো হাওয়াও। এছাড়াও, উত্তর-পূর্ব ভারতের অন্যান্য অংশেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ভারতীয় মৌসম ভবনের তরফে এমনটাই জানানো হয়েছে।

Rain may occur in these districts of West Bengal.

কোথায় কোথায় হবে বৃষ্টি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, শুক্র এবং শনিবার উত্তরবঙ্গের পাঁচটি জেলায় অর্থাৎ দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। পাশাপাশি, ওই পাঁচটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। তবে, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এখন অবশ্য বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যার ফলে, মালদা সহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বিরাজ করবে শুষ্ক এবং গরম আবহাওয়া।

আরও পড়ুন: নজরে চিন, এবার ভারতীয় সেনায় আসছে নয়া ডিভিশন! হবে আরও ভয়ঙ্কর

এদিকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আগামী কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৩ দিনে উত্তরবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে, তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস থাকলেও আগামী রবিবার এবং সোমবার দার্জিলিং-কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে বলেও জানা গিয়েছে। এর পাশাপাশি মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি এবং ঝড় হবে। এদিকে, আগামী বুধবার ও বৃহস্পতিবার সামান্য বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে।

আরও পড়ুন: রিঙ্কু-পরাগ অতীত, এবার BCCI খোঁজ পেল টিম ইন্ডিয়ার নয়া ফিনিশারের, T20 বিশ্বকাপে উঠবে ঝড়

জারি করা হয়েছে হলুদ সর্তকতা: প্রসঙ্গত উল্লেখ্য, আগামী শনিবার থেকে শুরু করে একটানা বৃহস্পতিবার পর্যন্ত উত্তর দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর এবং মালদায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে, এই সতর্কতা বৃষ্টির জন্য জারি হয়নি। বরং, আলিপুর আবহাওয়া দফতরের তরফ গরমের জন্যই ওই সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি হাওয়া অফিসের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ওই জেলাগুলিতে গরমের রেশ ভালোভাবে বজায় থাকবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর