ছাতা রেডি রাখুন! কয়েক ঘণ্টার মধ্যেই বদলে যাবে আবহাওয়া, কোন কোন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সকাল থেকে আকাশের মুখ ভার। মাঝেমধ্যে রোদের দেখা মিললেও তেমন তেজ নেই (South Bengal Weather)। দাবদাহ গরম কমিয়ে বিগত কয়েকদিনে দক্ষিণবঙ্গের নানান জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি (Rain) হয়েছে। আগামী কয়েকদিনও সেই ধারা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের পর থেকেই ঝড়বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে (Weather Update)।

আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোন কোন জেলায় বৃষ্টি?

আগামী ২৮ মে পশ্চিম-মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আগামী মঙ্গলবার থেকে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির দাপট বাড়তে পারে বলে পূর্বাভাস। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে।

হাওয়া অফিস জানাচ্ছে, আজও রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় প্রত্যেকটি জেলা ভিজতে পারে। সেই সঙ্গেই দোসর হতে পারে ঘণ্টায় ৩০-৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া।

আরও পড়ুনঃ নদিয়ায় আত্মঘাতী তৃণমূল নেতা! দলীয় কার্যালয় থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

আজ সকাল থেকে রাজ্যের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ। হাওয়া অফিস জানাচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরোপুরি মেঘে ঢাকতে পারে আকাশ। বিকেলে বা রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Heavy rain alert South Bengal weather Kolkata North Bengal West Bengal weather update 23rd May

দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। সেই সঙ্গেই বইতে পারে ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো দমকা হাওয়া। আগামী সপ্তাহে ঝড়বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস।

উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather), আপাতত গোটা রাজ্য জুড়েই ঝড়বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যেই আবার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। এর জেরে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X