বাংলাহান্ট ডেস্কঃ গত ৩-৪ জানুয়ারি বৃষ্টির পর আবারও স্বমেজাজে ফিরেছে শীত। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির কাছে। উত্তুরে হাওয়া আর নরম রোদ গায়ে মেখে শীত যাপন করছে শহরবাসী। আজ আরও খানিকটা নামল শহরের পারদ। শহর কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি।সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম।আকাশে মেঘ নেই। ফলে শহর কলকাতা সহ দক্ষিনের জেলা গুলিতে রাতে জাঁকিয়ে পড়তে পারে শীত।
হাওয়া অফিসের পূর্বাভাস এই আবহাওয়া রাজ্যজুড়ে বহাল থাকবে আরও ২৪ ঘণ্টা। থাকবে হালকা কুয়াশাও। কিন্তু তার পর থেকেই ফের একবার বাংলায় হতে পারে বর্ষা। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদায় তাপমাত্রা কমবে। হালকা থেকে মাঝারি কুয়াশা হবে দক্ষিণের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪পরগনা, হাওড়া, হুগলি ৬ জেলাতে।
তবে আগামি ৭২ ঘন্টায় হতে পারে বৃষ্টি।বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৪ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। উত্তর বঙ্গের জেলাগুলিতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা । পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাত হতে পারে সিকিম ও দার্জিলিং-এর কিছু অংশে। ব্যাপক তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর , হিমাচল প্রদেশে ও উত্তরাখন্ড সহ দেশের পার্বত্য অঞ্চল্গুলিতেও ।