বাংলা হান্ট ডেস্ক : এমনিতেই মঙ্গলবার থেকে অঝোরে ঝড়ছে বাড়ি ধারা৷ সোমবার কোনও জো নেই৷ পুজোর মুখে বৃষ্টিতে কার্যত ভেস্তে গিয়েছে পুজো প্ল্যান তার উপরে আবার চলতি বছরের পুজোর ষষ্ঠী থেকে দশমী টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ মহারাজের সকালটা মোটামুটি শুকনো গেলেও রবিবাসরীয় সকাল শুরু হয়েছে বৃষ্টি দিয়েই৷ সাত সকালেই গোটা শহর জুড়ে অন্ধকার নেমে এসেছে শুধু মহানগরী কলকাতাই নয় রাজ্যের বেশ কয়েকটি জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে৷
তাই পুজোর মুখে শেষ রবিবারের বাজার যে মাটি হল তা বুঝতেই পেরেছেন ব্যবসায়ীরা৷ এর মধ্যে দুঃখ খবর শোনালেও আলিপুর আবহাওয়া দফতর৷ আজ রবিবার সারাদিন বৃষ্টি চলবে এমন কি আগামী কাল অর্থা সোমবার টানা দুর্যোগে সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর৷ তাই পুজোর বাজারে বৃষ্টি হলে পুজো যে ভেস্তে যাবে তা নিয়ে নতুন কিছু বলার নেই৷
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আজ ভোর অবধি বিশেষ বৃষ্টি হয়নি কিন্তু সকাল থেকে যে ভাবে টানা বৃষ্টি শুরু হয়েছে তাতে শহরের রাস্তায় জল জমে যেতেই পারে৷ অন্য দিকে পুজোর সময়ও বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি, আগামী9 অক্টোবর অবধি এমন বৃষ্টি চলবে বলেই সূত্রের খবর৷ তার পরেই বর্ষা বিদায় নেবে এ বছরের মতোই৷ যদিও বঙ্গে বর্ষা বিদায় নেওয়ার দিন চলে গিয়েছে কিন্তু চলতি বছরে যেহেতু বর্ষা শেষে প্রবেশ করেছে তাই মৌসুমী বায়ু বিদায় নিতেও দেরি হবে বলেই জানিয়েছে আলিপুর আবহ দফতর৷