বাংলা হান্ট ডেস্ক: আজ মহাদশমী। মায়ের বিদায়ের পালা। মর্ত থেকে উমার বিদায়। সকলেরই মন ভার। ওদিকে নবমী থেকেই ঝেঁপে চলছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি চলেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি রবিবার গভীর নিম্নচাপে পরিণত হয়৷ আজ সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে। এমনটাই আশঙ্কা আবহাওয়া দফতরের।
ঘূর্ণিঝড় হামুন উত্তর ও উত্তর-পূর্ব দিকে ঘুরে বাংলাদেশের দিকে অগ্রসর হবে৷ ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে দ্বাদশী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে৷ বুধবার এই ঘূর্ণিঝড় শক্তি হারাবে।
আরও পড়ুন: বাংলাতেই আছে এমন এক গ্রাম যেখানে সব নিয়ম-আচার মেনে দুর্গাপুজো করেন মুসলিমরা, কোথায় জানেন?
হাওয়া অফিসের পূর্বাভাস, দশমীতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে পুজোর শেষের দুদিন বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে। কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে।
আরও পড়ুন: ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত! পুজোয় ফের ঝেঁপে বৃষ্টি? ধন্দে খোদ আলিপুর আবহাওয়া দফতর
তবে উত্তরবঙ্গে আজ বৃষ্টির আপডেট নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলাতেই প্রায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।