আজ জোর বৃষ্টিতে ভিজবে রাজ্য! দক্ষিণবঙ্গের ৭ জেলায় তুমুল বর্ষণ, জানিয়ে দিল আবহাওয়া দফতর

বাংলা হান্ট ডেস্ক: আজ মহানবমী। এই একটাই দিন, তারপরই মর্ত থেকে উমার বিদায়। সকলেরই হালকা মনে ভার হওয়া শুরু হয়ে গিয়েছে। ওদিকে নবমী থেকে রাজ্যের একাধিক জেলাতেও আকাশের মুখ ভার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Office)। আজ কী তাহলে রেইনকোট পরে , ছাতা মাথায় ঠাকুর দেখতে হবে?

আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের (Low Pressure) সৃষ্টি হয়েছে, তা উত্তর দিক ধরে অগ্রসর হতে শুরু করে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। যার জেরে আজ দক্ষিণবঙ্গে (South Bengal) আবহাওয়ার মেজাজ গরম থাকবে। সকাল থেকে বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আংশিক মেঘলা আকাশ।

   

আরও পড়ুন: আমজনতার জন্য কী সুখবর? ফের ১০০০ টাকার নোট চালু হওয়া নিয়ে RBI’র নয়া আপডেট

হাওয়া অফিসের পূর্বাভাস, নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কলকাতা (Kolkata), পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে পুজোর শেষের দুদিন বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে।

weather

আরও পড়ুন: নারী শক্তির অভ্যর্থনা! উত্তরে ঝাঁসির রানির দুর্গে এবারে রেকর্ড ভিড়, জানুন সেরা এই পুজোর ঠিকানা

আজ কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। যদিও উত্তরবঙ্গে আজ বৃষ্টির আপডেট নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলাতেই প্রায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর