বেলা গড়াতেই কালো করে এল আকাশ, ঝমঝমিয়ে শুরু বৃষ্টি! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা। একটু বেলা গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের (South Bengal) নানান জেলায়। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। তাহলে কি রবিতেই শক্তিবৃদ্ধি করল? বৃষ্টি শুরু হতেই দেখা দিয়েছে এই প্রশ্ন (Weather Update)।

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) তরফ থেকে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা (Rain Forecast) রয়েছে। প্রায় প্রত্যেকটি জেলাই আজ ভিজবে বলে জানানো হয়েছে। সোমবারও আবহাওয়া মোটের ওপর একই থাকবে বলে খবর।

সপ্তাহের প্রথম দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কয়েকটি জায়গায় আগামীকাল বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ সরকারের জমি বেআইনি দখল, লালবাজারের এক নির্দেশে রাতের ঘুম উড়ল হকারদের!

একইসঙ্গে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আজ কলকাতায় বৃষ্টি হবে। সব জায়গায় না হলেও বেশ কয়েকটি জায়গায় ব্রিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মোটের ওপর মেঘলা থাকবে। মহানগরীর সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

আজকের পর আগামীকালও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আগামীকাল দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গেই ৩০-৪০ কিলোমিটার/ঘণ্টা বেগে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে।

Weather Update

ওই জেলাগুলিতে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য কোনও প্রকার সতর্কতা জারি করা হয়নি। এরপর বুধবার এবং বৃহস্পতিবার দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূমে ৩০-৪০ কিলোমিটার/ঘণ্টা বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গেই প্রত্যেকটি জেলায় বৃষ্টি হবে। তবে উক্ত আট জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে। সেই কারণে হাওয়া অফিসের তরফ থেকে ওই আট জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে গিয়েছে। তবে এখনও সেভাবে শক্তিবৃদ্ধি করেনি। সেই কারণে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে টানা দুর্যোগের পর আপাতত শান্ত হয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া। অল্প অল্প করে তাপমাত্রাও বাড়ছে সেখানে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর