বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। গরম আর অস্বস্তিতে নাজেহাল দশা। কোথাও কোথাও হালকা ঝড়-বৃষ্টি হলেও তাতে তাপমাত্রা নামছে না। প্রাণান্তকর অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। সকলের মনে একটাই প্রশ্ন, ঝেঁপে বৃষ্টি কী হবে? কী বলছে আবহাওয়া দপ্তর?
বুধে ভিজবে দক্ষিণবঙ্গ | South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। মূলত বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। শনিবারের মধ্যে ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। পাশাপাশি প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: সোপিয়ানে জঙ্গি-নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই, নিকেশ পহেলগাঁও হামলায় জড়িত TRF প্রধান
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তালিকায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে চলে যেতে পারে। তবে বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়লে তাপমাত্রা কমার সম্ভাবনা।
ভিডিও দেখুন: https://www.youtube.com/live/d-iyaf2OqE4?si=uQL68plRTWSevaJs
উত্তরবঙ্গে (North Bengal Weather) কম-বেশি বৃষ্টি চলছে। আপাতত হালকা ঝড়-বৃষ্টি হবে। এরপর মঙ্গলবার থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং-এ। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি আবার কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস।