বাংলা হান্ট ডেস্ক: চড়ছে পারদ। এরই মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টির পূর্বভাস জারি করল আবহাওয়া দপ্তর। ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে South Bengal Weather
শুক্রে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস।
শুক্রের পর শনিবার এবং রবিবারও চলবে ঝড়-বৃষ্টি। এরপর সোমবার ঝড়বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হবে। টানা বৃষ্টির জেরে কিছুটা তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে। সোমবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমার পূর্বাভাস।
আপাতত দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জেলায় জেলায়। সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির অধিক পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
ভিডিও দেখুন: https://youtu.be/InFRUwy-aBo?si=5eVmuV4mGMpZDcHi
এক নজরে উত্তরবঙ্গ (North Bengal Weather)
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আগামী চার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।