সোমবার থেকে বাড়বে বৃষ্টি, দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার আগাম খবর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গত কয়েকদিন ধরে ভিজছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। কম-বেশি বৃষ্টি হচ্ছে একাধিক জেলায়। আর কতদিন চলবে টুপটাপ? জানাল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিতে কোন কোন জেলা ভিজবে? রইল আগাম আপডেট।

দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে? South Bengal Weather

আপাতত বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর (Weather Update)। সোমে বিকেলের পর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তার সঙ্গে দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতাতেও।

আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের অধিক সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও ৪০-৫০ কোথাও আবার ৫০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আগামী ২৩ মে পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গের বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ২০ মে পর্যন্ত সব জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গরম, অস্বস্তি অনেকটাই কমেছে। ঝড়বৃষ্টির ফলে রবিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা।

ভিডিও দেখুন: https://youtu.be/jcPMBx8GxNo?si=UTUcIxTQsIhuoJ7f

কম-বেশি বৃষ্টি চলছে উত্তরবঙ্গে (North Bengal Weather)। সোমবার ঝড়-বৃষ্টি পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এর মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X