গরম আসতে দেরি! শুক্রবার পর্যন্ত ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে, এক নজরে আজকের আবহাওয়া

Published On:

বাংলা হান্ট ডেস্ক: রোদ-বৃষ্টির লুকোচুরি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব (South Bengal Weather) জেলাতেই। বৃষ্টির সঙ্গে দোসর হবে ঝোড়ো হাওয়াও৷ আজ বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সবমিলিয়ে কেমন থাকবে আবহাওয়া? রইল সম্পূর্ণ আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টি হবে না কোথাও। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।

আরও পড়ুন: জুলাই আন্দোলনের সময় খুনের চেষ্টার অভিযোগ, অবশেষে জামিন পেলেন নুসরত

বৃহস্পতিবারও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে। আগামীকাল বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। আজ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের হলুদ সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে ঝোড়ো হাওয়া পারে।

south bengal weather

আজ কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। ঝড়-বৃষ্টির জেরে অনেকটাই তাপমাত্রা কমেছে। আপাতত অস্বস্তিকর গরম ফিল হবে না। তাপপ্রবাহের সম্ভাবনা নেই কোথাও। তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে কমই থাকবে। সপ্তাহন্তে তাপমাত্রা ফের বাড়তে পারে।

ভিডিও দেখুন: https://youtu.be/jcPMBx8GxNo?si=UTUcIxTQsIhuoJ7f

শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গেও (North Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X