বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টি চলছে বেশ কিছুদিন ধরে। কখনও বৃষ্টির দাপট কমছে, কখনও বাড়ছে। এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। এমনই সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দপ্তর। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। মাসের ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা।
ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে | South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত রাজ্যের অধিকাংশ জেলাতে বৃষ্টিপাত জারি থাকবে। আগামী ২৭ মে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ২৮ মে থেকে রাজ্যের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আবার কোথাও কোথাও হাওয়ার সর্বোচ্চ গতবেগ হতে পারে ঘণ্টায় ৭০ কিলোমিটার।
২৮ মে ভারী বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের কোথাও কোথাও। তার আগে শুক্রবার অধিক বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে। এছাড়াও বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস।
ভিডিও দেখুন: https://youtu.be/TFubUejlbIU?si=EKdn-bJl9ziB3jM-
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বর্তমানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার জেরে ঝড়-বৃষ্টি হচ্ছে দফায় দফায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি ভিজতে পারে কলকাতাও। শহরে ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ‘বাংলায় তৃণমূলের মুসলিম নেতাদের মধ্যে প্রতিযোগিতা চলছে’! কীসের জন্য? বোমা ফাটালেন সুকান্ত
উত্তরবঙ্গে (North Bengal Weather) ঝড়-বৃষ্টি চলবে ২৮ তারিখ পর্যন্ত। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের একই রকম থাকবে তাপমাত্রা। তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই।