বাংলা হান্ট ডেস্ক: মুহূর্তে মুহূর্তে আবহাওয়ার মুড সুইং। এই রোদ তো এই বৃষ্টি। বিগত কিছুদিনে বৃষ্টির জেরে গরম কিছুটা কমলেও ফের একবার তাপমাত্রা বাড়তে পারে সপ্তাহের শেষে। তার আগে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
ঝড়ের সম্ভাবনা দক্ষিণবঙ্গে | South Bengal Weather
শুক্রবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি চলবে। এছাড়াও সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে। সকাল থেকে জেলায় জেলায় মেঘলা আকাশ। আংশিক মেঘলা আকাশ কলকাতাতেও। বৃহস্পতিবার অধিক বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে। এই সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি।
বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ওই ছয় জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এছাড়া কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন। সাথে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
ভিডিও দেখুন: https://youtu.be/TFubUejlbIU?si=EKdn-bJl9ziB3jM-
এদিন ভিজতে পারে কলকাতাও। বিকেলের দিকে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে। তাপপ্রবাহের সম্ভাবনা আপাতত নেই কোথাও। তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে কমই থাকবে। সপ্তাহন্তে তাপমাত্রা ফের বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার জেরে রাজ্যে ঝড়-বৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন: ইংল্যান্ড সফরের জন্য ঘোষণা হল ভারতীয় দলের! জায়গা পেলেন বৈভব সূর্যবংশী, কে কে রয়েছেন স্কোয়াডে?
উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
উত্তরবঙ্গের (North Bengal Weather) আট জেলাতেই আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, দুই দিনাজপুর এবং মালদহে। এছাড়া বাকি কোচবিহার এবং উত্তর দিনাজপুর সহ সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।