জেলায় জেলায় উঠবে ঝড়! আজ আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, জারি হলুদ সতর্কতা: আবহাওয়ার খবর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সময়ের অনেক আগেই আগমন। ভারতে ঢুকে পড়েছে বর্ষা। দু থেকে তিনদিনের মধ্যেই বর্ষা আসছে বাংলায়। এদিকে কম-বেশি বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। এরই মধ্যে ফুঁসছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আরব সাগরে ফুঁসতে থাকা নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে।উত্তর দিকে অগ্রসর হয়ে ২৭ মে শক্তি বাড়াবে নিম্নচাপ। ফলে টানা ঝড়-বৃষ্টি চলবে।

বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে | South Bengal Weather

আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টি বেশি হতে পারে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুরে। আগামী সপ্তাহে রোজই বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এছাড়াও মোটের উপর সব জেলাতেই বৃষ্টি হবে। শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। হলুদ সতর্কতা জারি হয়েছে জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: পাক ‘জিহাদি আর্মি’র থেকে স্বাধীনতার লড়াই, পূর্ণ সমর্থনের আর্জি জানিয়ে মোদীকে চিঠি বালোচ নেতার

বৃষ্টির জেরে অনেকটাই কমেছে তাপমাত্রা। আপাতত তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিনে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। একই রকম থাকবে তাপমাত্রা। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।

south bengal weather

উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। আজ উত্তরবঙ্গের উপরের দিকের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দোসর হতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X