বাংলা হান্ট ডেস্ক: সাগরে নিম্নচাপ। আজই পশ্চিম মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী দু’দিনের মধ্যে আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপটি ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। এদিকে আবার আগামী দু’দিনের মধ্যে বাংলায় মৌসুমি বায়ু ঢুকে যেতে পারে। যার জেরে আপাতত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)।
ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গ | South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে ঝড়-বৃষ্টি বাড়বে গোটা রাজ্যেই। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে। অধিক বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এরপর বুধবার থেকে বাড়বে বৃষ্টি। আগামীকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড় উঠতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি, পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ উপকূলের জেলায়।
ভিডিও দেখুন: https://youtu.be/ClqTt_hoxiM?si=bmlyfLx13SiO3vWk
এরপর শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দুই বর্ধমান, বাঁকুড়া, দুই মেদিনীপুর, হুগলি এবং বীরভূমে। এই সমস্ত জেলায় কড়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া দফায় দফায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও।
নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তাই আগামী কয়েক দিনের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও (North Bengal Weather)। ভারী বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার থেকে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং কোচবিহারে।