মঙ্গলে অমঙ্গল! ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গ, চলবে টানা ৫ দিন

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বঙ্গোপসাগরে ফুঁসছে নিম্নচাপ। একেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলছে। তার উপর আজ থেকেই আবহাওয়ার বড় বদল। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঝড়-বৃষ্টি বাড়বে গোটা রাজ্যেই। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বুধবার থেকে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়।

দক্ষিণবঙ্গে দাপট দেখাবে ঝড়-বৃষ্টি | South Bengal Weather

আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা অধিক। আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ মঙ্গলবার দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা। এছাড়া বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হবে।

বুধবার থেকে বাড়বে বৃষ্টি। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দফায় দফায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে। বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। গোটা রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

ভিডিও দেখুন: https://youtu.be/ClqTt_hoxiM?si=bmlyfLx13SiO3vWk

এদিকে এবার অনেক আগে আসছে বর্ষা। আগামী দু’দিনের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে রাজ্যে। এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গ দিয়ে রাজ্যে বর্ষা ঢোকে। উত্তরবঙ্গে বর্ষা ঢোকার সব রকম অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন: TRP উঠতে না উঠতেই বড় বদল, স্টার জলসার সিরিয়ালে পা রাখলেন এই অভিনেত্রী

উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। ভারী বৃষ্টির পূর্বাভাস বুধবার থেকে। আজ অধিক ঝড়-বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপু

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X