বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অপেক্ষা আর মাত্র কয়েকটা ঘন্টার! তারপর আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেতে হতে চলেছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এইবারের বিশ্বকাপে (2023 ODI World Cup) দুই দলের শুরুটাই হয়েছে স্বপ্নের মতো। ভারতীয় দল (Indian Cricket Team) অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে হারিয়ে অসাধারণ ছন্দে রয়েছে। নেদারল্যান্ডসকে সহজেই হারালেও শ্রীলঙ্কার বিরুদ্ধে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে রেকর্ড করে জিতেছে পাকিস্তান (Pakistan Cricket Team)। কিন্তু ভারত এবং পাকিস্তানের (India vs Pakistan) মুখোমুখি হওয়ার দিন আরও একবার ভিলেন হয়ে দাঁড়ানোর আশঙ্কা রয়েছে বৃষ্টির (Rain)। ঠিক যেমনটা হয়েছিল চলতি বছরে আয়োজিত এশিয়া কাপের গ্রুপ পর্ব এবং সুপার ফোরের ভারত-পাক ম্যাচে।
আহমেদাবাদে ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের দিন বৃষ্টির অনুপ্রবেশের প্রত্যাশায় আবহাওয়া দপ্তর। জনপ্রিয় সংবাদ সংস্থা পিটিআই-এর উদ্ধৃতি অনুসারে ১৪ই অক্টোবর আহমেদাবাদের কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভবনা আছে। আহমেদাবাদের আবহাওয়া কেন্দ্রের পরিচালক মনোরমা মোহান্তি বলেছেন যে, পরের দিন আহমেদাবাদ এবং বনাসকাঁথা, সবরকাঁথা এবং আরভাল্লি সহ অন্যান্য উত্তরাঞ্চলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আবহাওয়া দেখা যাবে।
এই খবরটি অবশ্য খুশি করতে পারে পাকিস্তানকে। পাকিস্তানের স্পিন বোলিং এই মুহূর্তে ভারতের মতো শক্তিশালী নয়। বোলিংয়ের দিক দিয়ে ফাস্ট বোলারটাই তাদের মূল অস্ত্র। মেঘলা আবহাওয়ার কারণে যদি বল সুইং হয় তাহলে তাদের চেয়ে বেশি খুশি কেউ হবে না।
অবশ্য এই পরিস্থিতির সুবিধা নেওয়ার ক্ষমতা রয়েছে ভারতীয় দলের। বুমরা, সিরাজ এবং শামি যদি একসাথে একাদশে থাকেন তাহলে এই মেঘলা আবহাওয়ার সুবিধা নিয়ে তারা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটা ইতিমধ্যে সাম্প্রতিক অতীতে একাধিকবার প্রমাণিত হয়েছে।
আরও পড়ুন: হতাশ রোহিত ও কোহলি! শেষ বিশ্বকাপে তাদের হাত থেকে বড় সম্মান কেড়ে নিচ্ছেন এই তারকা
তবে সমর্থকরা আশা করবেন বৃষ্টির জন্য যদি ওভার সংখ্যা কমেও যায় তাহলেও ঠিক আছে, কিন্তু খেলা যেন বাতিল না হয়। বিশ্বকাপে কোন ম্যাচের জন্যই কোন রিজার্ভ ডে বরাদ্দ নেই এবং এশিয়া কাপের মতো আলাদা করে রিজার্ভ ডে-এর ব্যবস্থা করা সম্ভব নয়।