হাতে মাত্র ১ ঘণ্টা! বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের ১১ জেলায়: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: গত দুদিন থেকেই বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজও সকাল থেকে মেঘে ঢাকা আকাশ। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে খানিক। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) তরফ থেকে জানানো হয়েছে, আগামী দু’ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জারি হয়েছে সতর্কতা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি চলবে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণের নদিয়া জেলাতে। ওদিকে আজ বৃষ্টি হতে পারে দিঘা দুই ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির।

আজ বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম ও আসানসোল সর্বত্রই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলের জেলা গুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। ওদিকে কমেছে শীতের আমেজ।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, একদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে বঙ্গোপসাগরের উপর এখটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়ও বাষ্প এ রাজ্যে প্রবেশ করেছে। বাংলাদেশের উপরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেখান থেকেই একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় এ রাজ্য থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃর্ত রয়েছে। এর জেরেই বৃষ্টি।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি রয়েছে। উইকেন্ডের আগে আবহাওয়া এরমই থাকবে, আপাতত আরও দুদিন আবহাওয়ার মেজাজ বদলানোর বিশেষ সম্ভাবনা নেই।

weather7

আরও পড়ুন: একই রইল আয়কর! কোনও নতুন ছাড় নেই, যা ছিল তাই থাকবে, বাজেট পেশ করে জানালেন অর্থমন্ত্রী 

আগামীকাল শুক্রবারও দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। ৪ তারিখ থেকে ফের কমে আসবে বৃষ্টির দাপট। এদিকে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। সিকিম, দার্জিলিঙ, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার, ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙ এ তুষারপাতও হতে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর