সাথেই রাখুন ছাতা! একটু পরই ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের এই সব জেলায়, আবহাওয়ার খবর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: একেই শীত (Winter), তার ওপর সকাল থেকেই মেঘে ঢেকেছে আকাশ। ক্রমেই কমছে তাপমাত্রা। গতকাল মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বেশি নামতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জেলায়। বুধে বৃষ্টিতে (Rainfall) ভিজতে পারে তিলোত্তমাও।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় তো বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়ও বাষ্প এ রাজ্যে প্রবেশ করেছে। এর জেরে বৃষ্টিপাত হবে। তবে শুধু আজ নয়, আগামীকালও বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের বিভিন্ন জেলা। ২৫ শে জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

গত সপ্তাহেও বৃষ্টিতে ভিজেছে রাজ্যের একাধিক জেলা। এই সপ্তাহেও রেহাই নেই। শীতের মধ্যে বৃষ্টির অসহ্য জ্বালাতন। তবে আগামী ২৬ জানুয়ারির পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে।

weather rain

আরও পড়ুন: ভেঙেই গেল I.N.D.I.A জোট! ‘কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই, একাই লড়ব’, সাফ জানালেন মমতা

এই সপ্তাহে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। দুদিন থেকে দিনের বেলায় রোদ দেখা দিলেও বেলা গড়াতেই তীব্র ঠান্ডায় নাজেহাল উত্তরবঙ্গের মানুষজন।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X