হাতে কয়েকদিন! সময়ের অনেক আগেই আসছে বর্ষা, কবে? দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বিগত প্রায় দুসপ্তাহ ঝড়-বৃষ্টি (Rainfall) চলেছে রাজ্যে। গতকালও বৃষ্টির পূর্বাভাস ছিল দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে। যদিও সেই আভাস মেলেনি। মোটের ওপর শুষ্কই ছিল সপ্তাহের প্রথম দিন। আজ মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এরই মাঝে এবার বর্ষা নিয়ে বিরাট সুখবর শোনালো আবহাওয়া দপ্তর (Weather Update)।

চলছে মে মাস। সাধারণ জুনের প্রথম সপ্তাহেই বর্ষার প্রবেশের অফিসিয়াল টাইম। কিন্তু এবার আগেই ব্যাগপত্র গুছিয়ে রেডি বর্ষা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৯ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে পারে। অর্থাৎ স্বাভাবিক সময়ের আগেই বর্ষার আগমনের আভাস।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ও আন্দামান সাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশে করতে চলেছে ১৯ মে নাগাদ। তাই এবার স্বাভাবিক সময়ের কিছুটা আগেই বর্ষা শুরু হতে চলেছে। পাশাপাশি আন্দামান ও নিকোবারে বর্ষার প্রবেশ ঘটবে আরও কিছুটা আগে। শুধু যে আগে আসবে তেমনই নয়, বর্ষা থাকবেও দীর্ঘদিন।

IMD র রিপোর্ট অনুযায়ী, এবার গড়ে ৮৭ সেন্টিমিটার বৃষ্টি হবে ভারতে। স্বাভাবিকের থেকে বেশি হবে বৃষ্টিপাত। সাথেই দীর্ঘ হবে বর্ষাকাল। ২০১৬ সালের পর এই প্রথম বর্ষায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: রেশন দুর্নীতিতে আদালতে বিরাট ‘স্বীকারোক্তি’ রাজ্যের! এবার আরও বিপদে জ্যোতিপ্ৰিয় মল্লিক

বাংলার আবহাওয়া কেমন? আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। পাশাপাশি চলতি সপ্তাহে এক ধাক্কায় ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার হালকা বৃষ্টি হবে শুধুমাত্র পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বৃহস্পতিবার থেকে আর কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। চলতি সপ্তাহে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে রবিবারে মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X