বর্ষার বিদায়? নাকি ফের নয়া রূপে হাজির! কাল কেমন থাকবে আবহাওয়া? জানাল আবহাওয়া অফিস

বাংলা হান্ট ডেস্ক: এই রোদ তো এই বৃষ্টি। রবিবার রাজ্যের বেশির ভাগ জেলাতেই ঝলমলে আকাশ ছিল। উত্তরের কিছু জেলায় অবশ্য সামান্য বৃষ্টি হয়েছে দুপুরের দিকে। তবে সেই দাপট বেশিক্ষণ স্থায়ী হয়নি। তাহলে কী কমলো বৃষ্টির ছক্কা? এই প্রশ্নই এখন সকলের মনে।

আবহাওয়া অফিস জানাচ্ছে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যের অধিকাংশ জেলায়। উত্তর-দক্ষিণের কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকাল বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত বেশ কিছুদিন কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হবে না।

আরও পড়ুন: ED হাজিরায় ‘না’ অভিষেকের বাবা-মার! তার বদলে তদন্তকারীদের কাছে গেল…! তোলপাড় রাজ্যে

কাল সামান্য বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল দক্ষিণবঙ্গের দু এক জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টি হলেও হতে পারে। উত্তরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সোমবার।

weather

আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। আগামীকাল উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। সোমবারের পর বৃষ্টির সম্ভবনা নেই। তাপমাত্রা বাড়ার পূর্বাভাস।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর