আজ ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস! পুজোর আগেই ফের দুর্যোগ? আবহাওয়া অফিসের বিরাট আপডেট

বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে মন ভালো করা আবহাওয়া। বিগত কিছুদিন দাপিয়ে বৃষ্টির পর দুদিন থেকে বেশ ভালো আবহাওয়া। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আপাতত কিছুদিন বৃষ্টির সম্ভাবনা কম। বুধবার পর্যন্ত পরিষ্কার আকাশের পূর্বাভাস।

কিছুদিন রাজ্যের কোনও জায়গাতেই সেভাবে ভারী বৃষ্টির সতর্কতা নেই। যদিও আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের কোথাও কোথাও।

   

হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে বাংলাদেশের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে সরে গিয়েছে নিম্নচাপ। এই মুহূর্তে বাংলাদেশের মধ্যভাগে অবস্থান করলেও আগামী কিছু ঘণ্টায় ক্রমশ শক্তি ক্ষয় নিম্নচাপটি ক্রমশ নাগাল্যান্ডের দিকে অগ্রসর হবে।

আজ দক্ষিণবঙ্গের কলকাতা এবং শহরতলিতে বজ্রপাত সহ হালকা বৃষ্টি হলেও হতে পারে। রাজ্যের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আজ রবিবার ছুটির দিনে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: মাস্টার্স এর আগেই Ph.D! কিভাবে সম্ভব? প্রাক্তন পর্ষদ সভাপতির কীর্তি সামনে আসতেই শোরগোল

রবিতে হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ার কিছু অংশে। এই কয়েক দিনে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। তবে শুধু দক্ষিণবঙ্গই নয়,দুই বঙ্গেই তাপমাত্রা বাড়ার পূর্বাভাস।

weather

আজ উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। তবে বাড়বে তাপমাত্রা। তবে আজ থেকেই আরও বৃষ্টি কমবে উত্তরে। সোমবারের পর আবহাওয়ার আরও উন্নতি হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর