বাংলা হান্ট ডেস্ক: শীত আসছে না আসছে না করে এমন ধাক্কা দিল, তাতেই নাজেহাল অবস্থা। ওদিকে ভরা মাঘে বৃষ্টির তোলপাড়। শীত- বৃষ্টির যুগলবন্দীতে কাঁপছে দুই বঙ্গের মানুষ। গতকাল দক্ষিণবঙ্গে (South Bengal) রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও দিনের তাপমাত্রা আরও কমে যায়। আজও তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে৷ চলতি সপ্তাহে বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হয়েছে। শীতের মাঝেই ফের আসবে বৃষ্টি (Rainfall)? কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর?
আবহাওয়া দফতর সূত্রে খবর আজ ফের বৃষ্টি হতে পারে রাজ্যে। রবিবার ছুটির দিনে দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলায়। আপাতত পিছু ছাড়ছে নাছোড়বান্দা বৃষ্টি।
আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, ফের ২২ জানুয়ারির পর থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কবে কোথায় বৃষ্টিপাত? ২৩ জানুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ২৪ ও ২৫ শে জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।
আরও পড়ুন: ‘জ্যোতিপ্রিয়র হয়ে কত টাকা লেনদেন করেছেন?’ এবার মুখ খুললেন শঙ্কর! বলেই ফেললেন, সত্যিটা…
হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রা বাড়বে কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। তবে দিনে স্বাভাবিকের অনেকটাই নীচে থাকবে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। আগামী ২-৩ দিনে ২ ডিগ্রি মত কমতে পারে তাপমাত্রা। ওদিকে জারি থাকবে কুয়াশার দাপট।
আরও পড়ুন: আজকের রাশিফল ২১ জানুয়ারি, লটারিতে ভাগ্য ঘুরবে এই চার রাশির
আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে আজও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই।