কিছুক্ষণেই কলকাতা-সহ তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি! পুজোর আগে বড় ঘোষণা হাওয়া অফিসের

বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলের সকাল থেকেই আকাশের মুখ ভার। এবার কলকাতায় (Kolkata Weather) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain) সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দুপুর ২টো ১৮ মিনিটে হাওয়া অফিসের তরফে একটি আপডেট দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, আগামী ১ থেকে ২ ঘণ্টায় দক্ষিণ কলকাতা (South Kolkata), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) এবং নদিয়ার (Nadia) বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। সেই কারণে সকলকে নিরাপদ জায়গায় থাকারও পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উল্লেখ্য, পুজোয় (Durga Puja Weather) তেমন কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অষ্টমী পর্যন্ত আকাশ ঝলমলে থাকবে বলেই জানানো হয়েছে। নবমী এবং দক্ষিণবঙ্গের কলকাতা-সহ সাত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তেমন কোনও বড় দুর্যোগের সম্ভাবনা নেই উত্তর-দক্ষিণ কোনও বঙ্গেই। ওই দুই দিন আকাশ থাকবে মেঘলা।

এদিকে হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে বুধবার পর্যন্ত আকাশে মেঘ থাকবে। তবে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। বুধবার থেকেই ফের রোদ ঝলমলে আকাশ দেখতে পারবেন রাজ্যবাসী। ছিটেফোঁটা বৃষ্টি হলেও তেমন কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। স্থানীয় বজ্রগর্ভ মেঘের ফলেই এই বৃষ্টি।

weather pujo

পুজোয় কেমন থাকবে আবহাওয়া? এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গে সপ্তমী থেকে দশমী মূলত আকাশ পরিষ্কার থাকবে। তবে তৃতীয়া থেকে ষষ্ঠী কয়েকদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে অষ্টমী পর্যন্ত আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। তবে মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ (Cloud) দেখা যেতে পারে। নবমী ও দশমী কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার সম্ভাবনাও খুব কম। অর্থাৎ, পুজোয় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।


Monojit

সম্পর্কিত খবর