বাংলা হান্ট ডেস্ক: মাঘের শীতে হাজির বৃষ্টি। গত দুদিন থেকে দক্ষিণবঙ্গে চলছে বৃষ্টি। সকাল থেকে একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। যদিও শীত কমেছে। তবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, তাপমাত্রা বাড়লেও বজায় রয়েছে শীতের আমেজ। সকলের মনে এখন প্রশ্ন একটাই প্রশ্ন কবে কমবে বৃষ্টি? আর হাড় কাঁপানো শীতই বা ফিরবে কবে?
আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী, আজও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি চলবে। সকাল থেকে সারা দিন আংশিক মেঘলা থাকবে আকাশ। বৃষ্টি নামতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বর্তমানে বঙ্গোপসাগরের উপর এখটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়ও বাষ্প এ রাজ্যে প্রবেশ করেছে। বাংলাদেশের উপরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেখান থেকেই একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় এ রাজ্য থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃর্ত রয়েছে। এর জেরেই বৃষ্টি চলবে।
গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করবে। আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। আগামীকালও চলবে বৃষ্টি।
আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যে আর বেশিদিন শীত স্থায়ী হবেনা। আজ বৃষ্টির সম্ভাবনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান,পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায়। দক্ষিণবঙ্গের এই সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে। গতকাল থেকে আজ বাড়বে বৃষ্টির তেজ। তবে ৪ তারিখ থেকে ফের কমে আসবে বৃষ্টির দাপট। যদিও আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খুব বড় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন: আজকের রাশিফল ১ ফেব্রুয়ারি, মাসের শুরুতেই ব্যবসায় ঝড় তুলবে এই চার রাশি
আজ বৃষ্টির সম্ভাবনা উত্তরেও। আগামী ২৪ ঘন্টায় সিকিম, দার্জিলিঙ, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার, ও জলপাইগুড়ি সব উত্তরবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি।