বাংলা হান্ট ডেস্ক: জোর বৃষ্টির পূর্বাভাস থাকলেও রাজ্যের অধিকাংশ জেলায় নির্বিঘ্নেই কেটেছে সরস্বতী পুজো। উত্তর, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হলেও প্রভাব ফেলতে পারেনি বাঙালির আনন্দে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Office) অনুযায়ী আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই। রেহাই পাবে না উত্তরবঙ্গও।
আজ কোথায় কোথায় বৃষ্টি? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার কিছু অংশে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে এই সমস্ত জেলায়।
আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি। সর্বনিম্নও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। গত দুদিন ধরেই রাজ্যের একাধিক জেলায় বেড়েছে তাপমাত্রা। আগামী দু-তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
আজ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা অধিক দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। আজ দক্ষিণবঙ্গের জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। শীতের বিদায় ঘণ্টা বেজেই গিয়েছে। এবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।
আরও পড়ুন: ভ্যালেন্টাইনস ডের দিন পটাশপুরে নারকীয় হত্যাকাণ্ড! স্ত্রীর কাটা মুন্ডু হাতে ঝুলিয়ে গ্রাম ঘুরল যুবক
সরস্বতী পুজোর দিন উত্তরবঙ্গের কিছু অংশে বৃষ্টি হয়েছে। বুধবারের পর আজও বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বেড়েছে তাপমাত্রা, কমেছে শীতের অনুভূতি।