বিরাম থাকবে না বৃষ্টির! এই জেলাগুলিতে প্রবল বর্ষণের পূর্বাভাস দিল ওয়েদার অফিস, আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক : সকাল থেকেই রোদ আর মেঘের খেলা চলছে। তবে বেলা বাড়ার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হতে চলেছে, আর বলার অপেক্ষা রাখে না। শনিবারের জন্য আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

কলকাতার আবহাওয়া : শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার এই তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৭৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১.৯ মিলি।

   

weather

উত্তরবঙ্গের আবহাওয়া : শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার ২০ অগাস্ট সবকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গেও : শনিবার অর্থাৎ ১৯ অগাস্ট সকালে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, এদিন সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টাতেও আবহাওয়ার একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো আবহাওয়া দফতরের তরফে।

আরও পড়ুন : ২০২৪-এ আমেঠি থেকে লড়বেন রাহুল গান্ধী! বিরাট ঘোষণা কংগ্রেসের, স্মৃতিকে চ্যালেঞ্জ সনিয়া পুত্রর

আগামীকালের আবহাওয়া : শনিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যা ছিল মঙ্গলবারেও।

বাংলা থেকে সরে যাচ্ছে নিম্নচাপের ছায়া : আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। আর পূর্ব দিকের অংশ স্বাভাবিক অবস্থানে রয়েছে। পূর্ব দিকের অংশ ফের একবার ২১ অগাস্টের পর থেকে উত্তরমুখী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর১ নিম্নচাপটি ওড়িশা ও সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। যা আগামী দু-দিনের মধ্যে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে উত্তর ছত্তিশগড় অতিক্রম করে যাবে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর