কাল থেকেই ঝড়বৃষ্টি শুরু কলকাতায়! সঙ্গে ভিজবে পশ্চিমবঙ্গের ৮ জেলা, ওয়েদারের বড় খবর

বাংলা হান্ট ডেস্ক : মার্চ মাসে যেভাবে গরম পড়ে সেই গরম এখনো পর্যন্ত পড়তে দেখা যায়নি। মাঝে মাঝে এক দুদিন তাপমাত্রার পারদ বৃদ্ধি পেলেও ঝড়-বৃষ্টি সেই তাপমাত্রা নিমেষে উধাও করে দিচ্ছে। গত সপ্তাহ থেকে পুনরায় গরম বাড়তে শুরু করলেও ফের ঝড়-বৃষ্টিতে এক ধাক্কায় ৬ ডিগ্রী তাপমাত্রা কমেছে। তবে এবার তাপমাত্রার পারদ উঠবে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতরে (Alipore Weather Report)।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.৯°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৪.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৯১%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮২%

কলকাতার আবহাওয়া : গত কাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গত কাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা (maximum temperature) ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি স্বাভাবিক। গত কাল সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (relative humidity) পরিমাণ ছিল ৮১ শতাংশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

weather rain

উত্তরবঙ্গের আবহাওয়া : মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ মার্চ বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত কয়েকদিন হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ মার্চ বুধবার সকালের মধ্যে উল্লিখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনেরও তেমন কোনও সম্ভাবনা নেই।

আগামীকালের আবহাওয়া : কলকাতায় সেভাবে ঝড়বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নিয়মিতই ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে৷ বুধবার থেকে আবারও কলকাতায় ঝড় ঝঞ্ঝা  ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এই সপ্তাহেও থাকছে বৃষ্টির সম্ভাবনা৷ উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷


Sudipto

সম্পর্কিত খবর