রেডি রাখুন ছাতা! একটু পরেই বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের এই সব জেলায়: আবহাওয়ার আপডেট

বাংলা হান্ট ডেস্ক: চারিদিকে শীতল বাতাস। বঙ্গের শীতের আমেজ। সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রোদের দেখা মিললেও বর্তমানে মেঘলা আকাশ। অক্টোবরের শেষ উইকেন্ডে হালকা ঠান্ডার সাথে কী তবে চলবে বৃষ্টিও? কী জানাচ্ছে আবহাওয়া অফিস?

মনোরম পরিবেশ রাজ্যে। আপাতত বিদায় নিয়েছে বৃষ্টি। তবে আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস, আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ক্ষীণ বৃষ্টি হলেও হতে পারে। শহর কলকাতাতেও (Kolkata) আজ কিছুটা নেমেছে তাপমাত্রা। যদিও পাকাপাকিভাবে বাংলায় কবে শীত রাজ্যে ঢুকবে, তা নিয়ে এখনও কোনো রকম পূর্বাভাস দেওয়া হয়নি।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত দু-তিন দিন কলকাতা সহ দুই বঙ্গেরই তাপমাত্রা কিছুটা কম থাকবে। আগামী ২-৩ দিন রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গে অনেকটাই শীত অনুভূত হচ্ছে রাতের দিকে। নভেম্বরের শুরুতে ফের হালকা গরম বাড়বে।

আরও পড়ুন: টিউশন পড়িয়ে বছরে ৩.৩৭ কোটি টাকা কামিয়েছেন জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনী, শুনেই ‘থ’ ED

মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দুই বঙ্গেই বেশ কিছুটা কমবে তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস, পশ্চিমের জেলায় তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে আগামী ২-৩ দিনে। বিশেষ করে রাতের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় শীত বাড়তে থাকবে।

weather44

হুড়মুড়িয়ে কমছে তাপমাত্রা: দক্ষিণবঙ্গের বহু জেলায় মেঘলা আকাশ। পশ্চিমের জেলা গুলিতে আজ তাপমাত্রা ২০ ডিগ্রি বা তার নীচে। কমেছে তাপমাত্রাও। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সামান্য সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের (North Bengal) ইতিমধ্যেই শীত পড়তে শুরু করেছে। ধীরে ধীরে জাঁকিয়ে বসবে ঠান্ডা। আলিপুর আবহাওয়া দফতর ( Weather Office) সূত্রে খবর, আপাতত দুদিন রাজ্যের সব জেলার তাপমাত্রাই কম থাকবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর