টিউশন পড়িয়ে বছরে ৩.৩৭ কোটি টাকা কামিয়েছেন জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনী, শুনেই ‘থ’ ED

বাংলা হান্ট ডেস্কঃ রেশন বন্টন দুর্নীতি (Ration Scam) নিয়ে তোলপাড় রাজ্য। ব্যবসায়ী বাকিবুরের পর এই দুর্নীতির অভিযোগে সদ্য গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। ইডির অভিযোগ, একাধিক শেল কোম্পানির মাধ্যমে রেশনের টাকা নয়-ছয় করা হয়েছে। মন্ত্রীকে গ্রেফতারির পর থেকেই কোমর বেঁধে ময়দানে নেমেছে ইডি।

টানা তল্লাশিতে উঠে এসেছে একাধিক বিস্ফোরক তথ্য। রেশন দুর্নীতির গোড়ায় পৌঁছতে ১১টি চাল কলে তল্লাশি চালায় ইডি। সেখান থেকেই শেল কোম্পানির বিষয়টি উঠে আসে। ভুয়ো কোম্পানি গুলি নিজের স্ত্রী,কন্যা, পরিবারের সদস্য, বাকিবুর এমনকি এমনকি বাড়ির পরিচারকদের দিয়ে চালাতেন জ্যোতিপ্রিয়। ইডির (Enforcement Directorates) অভিযোগ এমনটাই।

   

দিনের পর দিন কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে বলে দাবি ইডির। ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় ও তার পারিবারিক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে ইডি। আর সেখানে পাওয়া তথ্য থেকে চক্ষু চড়কগাছ। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনীর (Jyotipriya Mallicks daughter Priyadarshini Mallick) অ্যাকাউন্টে রয়েছে ৩.৩৭ কোটি টাকা।

আরও পড়ুন: হুড়মুড়িয়ে ঢুকছে শীত! দক্ষিণবঙ্গের এই সব জেলায় ১৮ ডিগ্রিতে নামবে তাপমাত্রা, আবহাওয়ার আপডেট

পেশায় কলেজের সহকারী অধ্যাপক প্রিয়দর্শিনী যার বছরে আয় ২.৪৮ লাখ টাকা, তার অ্যাকাউন্টে এত টাকা দেখে প্রশ্ন উঠছে। ইডি সূত্রে খবর, প্রিয়দর্শিনী অবশ্য এই বিষয়ে জানিয়েছেন টিউশন পড়িয়ে ৩.৩৭ কোটি টাকা উপার্জন করেছেন। সবটাই তার টিউশন পড়ানোর টাকা।

ed

সূত্রের খবর, এর আগে ৩ বছরের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব হিসেবে নিযুক্ত হয়েছিলেন মন্ত্রী কন্যা প্রিয়দর্শিনী। ওদিকে ব্যাঙ্ক ব্যালান্সের মেয়েকে ছাপিয়ে গিয়েছে মা। জ্যোতিপ্রিয়র স্ত্রীর আইডিবিআই-এর অ্যাকাউন্টে রয়েছে ৪.৩ কোটি টাকা রয়েছে।

প্রসঙ্গত বৃহস্পতিবার ভোরে রেশন দুর্নীতি মামলার তদন্তে জ্যোতিপ্রিয়র বাড়িতে হানা দেয় ইডি। ২১ ঘন্টা টানা তল্লাশি ও জিজ্ঞাবাদের পর গ্রেফতার করা হয় তাকে। তারপর থেকেই একের পর এক এক বিস্ফোরক সব তথ্য উঠে আসছে রাজ্যের হেভিওয়েট এই মন্ত্রীর বিরুদ্ধে। যদিও বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন জ্যোতিপ্রিয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর