ভাঙবে সব রেকর্ড! আজ থেকে শীত ও বৃষ্টির ডবল ডোজ, কোথায় কোথায় তাণ্ডব? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: শীত-বৃষ্টির জোড়া দাপটে নাজেহাল রাজ্যের মানুষ। একেই হাড় কাঁপছে ঠান্ডায়, ওদিকে গত দুদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কতদিন চলবে এরম দুর্যোগ? কি জানাচ্ছে আবহাওয়া অফিস? আজ কি আরও কমবে তাপমাত্রা? জানুন বিস্তারিত।

আবহাওয়া দপ্তর (Weather Office) সূত্রে খবর, আজ সকাল থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এছাড়াও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। ওদিকে জারি থাকবে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। অধিক কুয়াশা থাকতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।

আরও পড়ুন: এক রোলে একাধিক রেজিস্ট্রেশন! OMR ডেটাবেস, TET পোর্টালের অ্যালগরিদমে কিভাবে কারচুপি? জানাল CBI

হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রা বাড়বে কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। তবে দিনে স্বাভাবিকের অনেকটাই নীচে থাকবে তাপমাত্রা। আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, ফের ২৪ জানুয়ারির পর থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

weather 09

আরও পড়ুন: আজকের রাশিফল ১৯ জানুয়ারি, কর্মক্ষেত্রে পদোন্নতি এই চার রাশির

ওদিকে আজ কোল্ড ডে পরিস্থিতি উত্তরবঙ্গে। শীতল দিনের সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙেও এই দুই জেলায় হালকা বৃষ্টির সাথে তুষারপাতও হতে পারে। ঘন কুয়াশার জেরে কমলা সতর্কবার্তা উত্তরবঙ্গের সব জেলাতে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর