দীর্ঘ কয়েক বছর ধরে জাতীয় দলে সুযোগ পান নি ভারতের বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না। তবে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও জাতীয় দলে প্রত্যাবর্তনের আসা ছাড়ছেন না সুরেশ রায়না। সামনের বছরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেই দলে জায়গা করে নেওয়ায় এখন রায়নার মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে ভারতীয় দলের চার নম্বর পজিশনে তেমন ভাবে সফল হতে পারছেন না কোনো ব্যাটসম্যান। তাই সেই চার নম্বর পজিশন কে পাখির চোখ করেই এগিয়ে চলেছে রায়না।
জাতীয় দলের জার্সি গায়ে শেষবার রায়না খেলেছিলেন গত বছর ইংল্যান্ড সফরে। সেই সফরের টি-টোয়েন্টি এবং ওয়ানডে দুটো সিরিজেই দলে ছিলেন তিনি। কিন্তু তারপর আর ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ হয় নি তার। আর সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাই রায়না জানিয়েছেন যে, এই মুহূর্তে ভারতীয় দলের চার নম্বর পজিশন নিয়ে যে অসুবিধা হচ্ছে টিম ম্যানেজমেন্ট চাইলে আমি সেই পজিশনে খেলতে পারি। আগেও আমি ভারতীয় দলের হয়ে চার নম্বরে ব্যাটিং করেছি এবং সাফল্য পেয়েছি। তাই সেই পজিশনে আমি ফের একবার খেলতে চাই।
রায়না জানান আম্বাতি রায়াডু দীর্ঘদিন সেই পজিশনে খেললেও বিশ্বকাপ দলে তার জায়গা হয় নি। বিশ্বকাপে বিজয় শঙ্কর কে খেলানোর কথা থাকলেও চোট পেয়ে তিনি ছিটকে যান বিশ্বকাপ থেকে। পরে ঋষভ পন্থ কে সুযোগ দেওয়া হলে তিনিও ব্যার্থ নজর কাড়তে। তাই রায়না বলেন আমি সুযোগের অপেক্ষা করছি চার নম্বর পজিশনে খেলার জন্য।
এই রায়না একদিনের ক্রিকেটে ভারতের হয়ে 5615 রান করেছেন। টি-টোয়েন্টি তে করেছেন 1605 রান। রায়নার মতে এই মুহূর্তে ঋষভ পন্থকে সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু পন্থ সেই সুযোগ কাজে লাগাতে পারছে না। ঋষভ পন্থকে দেখে মনে হচ্ছে সে চাপে পড়ে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারছে না। এখন ভারতীয় দলের উচিৎ ঋষভ পন্থের সাথে কথা বলা।