এক নিমেষে গরম গায়েব! ঝোড়ো হাওয়ার সঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতেঃ আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্কঃ খাতায় কলমে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষা প্রবেশ করেছে। তবে আবহাওয়া দেখে সেকথা বোঝা দায়! সকাল থেকে খটখটে রোদ। বেলা গড়ানোর সঙ্গে আকাশে কিছুটা মেঘের আনাগোনা হলেও বৃষ্টির তেমন দেখা নেই। এমতাবস্থায় এবার খানিক আশার বাণী শোনালো হাওয়া অফিস। গুমোট গরম শেষে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (Weather Update)।

একদিকে লাগাতার বৃষ্টি চলছে উত্তরে, অন্যদিকে ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ (South Bengal Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে শনিবার অবধি উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলা তথা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে (Rainfall Alert)। এই পাঁচ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

রবিবারও উত্তরবঙ্গের (North Bengal) বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুরে সেদিন ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ভূমি ধসের সম্ভাবনা এবং উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই শস্যের ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কাও থাকছে।

আরও পড়ুনঃ ‘জয় বাংলা একটা অসুখ…’! সংসদ চত্বরে দাঁড়িয়ে তৃণমূলকে চরম কটাক্ষ, আর কী বললেন অভিজিৎ?

এদিকে দক্ষিণবঙ্গে এখনও অবধি বর্ষার ‘দামাল দাপট’ চোখে পড়েনি। রীতিমতো চাতক পাখির মতো ঝমঝমিয়ে বৃষ্টির অপেক্ষা করছেন প্রত্যেকে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শনিবার থেকে মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভালো রকমের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। এর ফলে তাপমাত্রার পারদও এক ধাক্কায় অনেকখানি কমতে পারে বলে জানা গিয়েছে।

Rainfall alert in South Bengal till 29th June North Bengal Kolkata West Bengal weather update

আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সকল জেলায় বর্ষা প্রবেশ করেছে। তবে আশানুরূপ বৃষ্টি এখনও হয়নি। পুরুলিয়া, ঝাড়গ্রামে গত পাঁচ দিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তেমন বর্ষণ হয়নি। শুক্রবার থেকে সেই চিত্রে বদল আসে কিনা সেটাই এবার দেখার।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর