বাংলা হান্ট ডেস্কঃ প্রখর রোদ অতীত! বৃহস্পতিবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, আজ থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়ার পরিবর্তন হবে। সকাল থেকে দেখা যাচ্ছে মিলে গিয়েছে সেই পূর্বাভাস। কিছুক্ষণের মধ্যেই আবার জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি (Rainfall Alert) শুরু হবে বলে খবর। সেই সঙ্গেই দোসর হবে ঝোড়ো হাওয়া (Weather Update)।
চারদিন কালবৈশাখীর পূর্বাভাস! জারি করা হল সতর্কতা (South Bengal Weather)
ভরা বসন্তেই তাপপ্রবাহের অবস্থা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। এমতাবস্থায় স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জানানো হয়েছে, আজ হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই বইতে পারে ৪০-৫০ কিমি/ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
অন্যদিকে তুমুল ঝড়বৃষ্টির তাণ্ডব হতে পারে হুগলি, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজকের মতো আগামীকালও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি ও ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ শুরুতেই ‘হিট’ পরশুরাম! পরিণীতা-ফুলকির TRP কত? বেঙ্গল টপারের নামে বড় চমক!
শনিবারও দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা রয়েছে। সেই জেলাগুলি হল, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম। বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
সপ্তাহের শেষ দিনেও দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। রবিবার সমগ্র দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ঝড়বৃষ্টির পূর্বাভাসের কারণে আজ ও আগামীকাল মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মতো উত্তরেও আজ থেকে আবহাওয়ার বদল চোখে পড়বে। আজ থেকে আগামী রবিবার অবধি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় একটানা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল ও শনিবার উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।