বাংলা হান্ট ডেস্কঃ তীব্র, ভ্যাপসা গরম থেকে রেহাই দিয়ে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) স্বস্তির বৃষ্টি। বিগত কয়েকদিনে দক্ষিণের (South Bengal) একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হয়েছে। যার জেরে জ্বালাপোড়া গরম অনেকটাই কম। দাবদাহ থেকেও মিলেছে রেহাই। এই আবহাওয়া আপাতত সপ্তাহখানেক বজায় থাকবে। ইতিমধ্যেই ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর (Weather Update)।
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোন কোন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস?
বুধবার থেকে প্রায় এক সপ্তাহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণের প্রায় প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় আবার দোসর হতে পারে ঝোড়ো হাওয়া।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ থেকে আগামী ৫ মে অবধি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি, কোথাও আবার ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে বলে পূর্বাভাস।
আরও পড়ুনঃ পুরীর মন্দিরের প্রথা, আচার যেন বাইরে না যায়! দিঘায় মন্দির উদ্বোধনের আগেই বিজ্ঞপ্তি জারি কর্তৃপক্ষের
দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী কয়েকদিন উত্তরবঙ্গের নানান জেলাতেও ঝড়বৃষ্টির (Rain) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ থেকে আগামী ৫ মে অবধি উত্তরের নানান জেলায় বর্ষণ হতে পারে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরেও ঝড়বৃষ্টির ‘সঙ্গী’ হতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৫ মে অবধি ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা মোটের ওপর একই থাকবে। আগামী পাঁচদিনে সেই তাপমাত্রায় বিশেষ বদল আসবে না। উত্তরের জেলাগুলির ক্ষেত্রেও একই পূর্বাভাস রয়েছে।
উল্লেখ্য, বৈশাখী দহনে পুড়ছিল দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। ঝড়বৃষ্টির সিলসিলা থামতেই হুড়মুড়িয়ে বাড়ছিল তাপমাত্রা। গত দু-তিনদিনে দক্ষিণবঙ্গের নানান জেলায় বিক্ষিপ্তভাবে বর্ষণ হতেই গরমের দাপট অনেকটা কম। আগামী প্রায় এক সপ্তাহ ঝড়বৃষ্টির ধারা বজায় থাকবে বলে পূর্বাভাস। ফলে দাবদাহ গরমের সম্ভাবনা এখনই নেই বলে মনে করা হচ্ছে।