বাংলা হান্ট ডেস্কঃ বছরের শুরু থেকেই রাজ্যের তাপমাত্রা ওঠানামা করছে। নতুন বছরের শুরুতে বঙ্গে শীতের আমেজ ছিল। এরপর আস্তে আস্তে বাড়তে শুরু করেছিল তাপমাত্রা (South Bengal Weather)। বুধবার থেকে ফের পারদপতন হয়েছে। এই আবহে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে দেখে নিন (Weather Update)।
বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা (South Bengal Weather)?
হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal) কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। প্রত্যেকটি জেলার আবহাওয়া শুষ্কই থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় শীতের আমেজ বজায় থাকবে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে দেখা যাবে কুয়াশার দাপট।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও শুক্রবার বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া দফতর জানাচ্ছে, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে মাঝারি কুয়াশা দেখা যাবে। এছাড়া আজ উত্তরের (North Bengal Weather) জেলাগুলিতে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে সেখানকার আবহাওয়া শুষ্ক থাকবে।
আরও পড়ুনঃ DVC-র জল ছাড়া বিতর্কে মামলা! অধীরকে কলকাতা হাইকোর্ট বলল, ‘আপনি এর আগেও…’
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ১৫ জানুয়ারি অবধি দক্ষিণবঙ্গের কোনও জেলায় কোনও বর্ষণের সম্ভাবনা আপাতত নেই। আগামী ২ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় হেরফের হবে না। তবে এরপর ফের তা ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে আগামী ২ দিন কুয়াশার দাপট থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
একইসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২ দিন উত্তরবঙ্গেও তাপমাত্রার কোনও হেরফের হবে না। এরপর দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মতো সর্বনিম্ন তাপমাত্রার পারদ ২ থেকে ৩ ডিগ্রি অবধি বৃদ্ধি পেতে পারে। আগামী ১১ জানুয়ারি জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং কোচবিহারে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ১৩ জানুয়ারি হালকা বৃষ্টিতে ভিজতে পারে কালিম্পং ও দার্জিলিং। সেই সঙ্গেই দার্জিলিংয়ের কিছু কিছু অংশে তুষারপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া আগামী ১৫ জানুয়ারি অবধি উত্তরের সব জেলা শুষ্কই থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।