বাংলা হান্ট ডেস্কঃ বৃষ্টিবাদল কাটিয়ে ফের দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বাড়ছে গরম। খাতায় কলমে এখনও গ্রীষ্ম শুরু হয়নি, তবে তাপমাত্রার দিকে নজর রাখলে সেকথা বোঝা দায়। হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় ৫-৬ ডিগ্রি অবধি তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহান্তে ৪০ ডিগ্রি অবধি পৌঁছতে পারে বলে পূর্বাভাস। এর মাঝেই আবার বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের কয়েকটি জেলা (Weather Update)।
কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস (South Bengal Weather)?
বৈশাখের আগেই হাঁসফাঁস গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। প্রখর রোদে বাইরে বেরোলেই ঘেমে নেয়ে স্নান! হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি অবধি তাপমাত্রা উঠতে পারে বলে পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সকালে ও বিকেলের দিকে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় মনোরম পরিবেশ থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরম।
আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রত্যেকটি জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। বিশেষত পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে তাপমাত্রা অনেকখানি বৃদ্ধি পাবে। পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় লু-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। দুই জেলাতেই ‘হট ডে’ পরিস্থিতি।
আরও পড়ুনঃ TRP তালিকায় ওলটপালট! কথা-শ্যামলিকে সরিয়ে উঠে এল পরশুরাম! পরিণীতা-ফুলকিরা কত নম্বরে?
এদিকে শহর কলকাতার তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। গত তিনদিনে মহানগরীর তাপমাত্রা গড়ে প্রায় ৪ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। আজ দুপুরে ৩৬ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছতে পারে বলে জানা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, কলকাতার তাপমাত্রার ক্রমেই বৃদ্ধি পাবে। রবিবার অবধি দক্ষিণবঙ্গ শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মতো আগামী চার পাঁচ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রাও বৃদ্ধি পাবে। তবে আগামীকাল থেকে উত্তরের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল ও শুক্রবার উত্তরের উপরের দিকের কিছু জেলায় বর্ষণ হতে পারে। শুক্রবার কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। এরপর শনিবার কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। রবিবার থেকে দার্জিলিংয়ে অল্পবিস্তর বর্ষণের পূর্বাভাস রয়েছে।