বাংলা হান্ট ডেস্কঃ লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গের রীতিমতো বানভাসি অবস্থা। এদিকে বৃষ্টির অপেক্ষা দিন গুনছে দক্ষিণবঙ্গ (South Bengal)। গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সেভাবে দেখা মেলেনি। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি (Rain) হলেও গরম বিশেষ কিছু কমেনি। তবে বুধবার থেকে আবহাওয়ার বদল (Weather Update) ঘটতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
গত ২৪ ঘণ্টায় উত্তরের (North Bengal) জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পংয়ে ভালো রকমের বৃষ্টি হয়েছে। আগামী ২-৩ দিন এই বৃষ্টি চলবে (Rain Forecast) বলে জানানো হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। তবে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের রিপোর্ট বলছে, আজ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা (Rainfall Alert) রয়েছে। সেই সঙ্গেই বেশ কিছু জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে সেই হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গেও বর্ষার চোখরাঙানি! কবে কোন জেলায় বৃষ্টির তোলপাড়? আবহাওয়ার খবর
অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের বাকি ১১ জেলাতেও এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হাওয়ার গতিবেগ অবশ্য কিছুটা কম থাকতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এখানে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ সকাল থেকে কলকাতার আকাশে মেঘের আনাগোনা দেখা যাবে। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে টানা বৃষ্টি হচ্ছে। যে কারণে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ওখানে। দার্জিলিং এবং কালিম্পংয়ে ফের একবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টিপাতের সঙ্গে এখানে বইতে পারে ঝোড়ো হাওয়া।