বাংলা হান্ট ডেস্কঃ বর্ষা মানেই ঝমঝমিয়ে বৃষ্টি। হাঁসফাঁস গরম কাটিয়ে ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)। অন্তত খাতায় কলমে তো তেমনটাই। তবে আবহাওয়া দেখে তা বোঝার উপায় কই! রোজই আকাশে মেঘের আনাগোনা হচ্ছে। তবে বৃষ্টি গায়েব। ফলে গুমোট গরম কিছুতেই কাটছে না। শহর কলকাতাতেও দেখা যাচ্ছে একই চিত্র (Weather Update)।
ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী প্রবেশ করেছে। কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিও (Rainfall Alert) হচ্ছে। তবে বর্ষাকালের সেই চিরাচরিত ঝেঁপে বৃষ্টি এখনও হয়নি। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি এখনও বজায় রয়েছে। মঙ্গলবার কি সেই গরম কাটিয়ে একটু বৃষ্টির মুখ দেখবে কলকাতাবাসী (Kolkata)?
এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল তিলোত্তমার সর্বাধিক তাপমাত্রা ছিল ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকাল ৮:৩০ থেকে আজ সকাল ৮:৩০ অবধি শহর কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ সারাদিন আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সেই সঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ বৃদ্ধার ঘর জবরদখল করে TMC-র পার্টি অফিস! ছাড়তে বলায় যা হল … তোলপাড়!
এদিকে খাতায় কলমে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও সম্পূর্ণ দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করেনি। যে সকল জায়গায় ঢুকেছে সেখানে এখন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে তাপমাত্রার কোনও রকম বদল ঘটেনি। বরং আরও গুমোট গরম অনুভূত হচ্ছে।
আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আজ মুর্শিদাবাদ, দুই বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রপাত হলেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেই সঙ্গেই আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হবে। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকলেও বৃষ্টি তেমন হবে না বলতেই চলে। মৌসুমী বায়ু শক্তিশালী না হওয়ায় আবহাওয়ার এমন অবস্থা বলে জানা যাচ্ছে।
এদিকে উত্তরবঙ্গের কথা বলা হলে, আজ জলপাইগুড়ি,কোচবিহার, দার্জিলিং এবং আলিপুরদুয়ারে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং এবং দুই দিনাজপুরের কিছু কিছু জায়গায়।