বাংলা হান্ট ডেস্কঃ জুন মাসে ভ্যাপস গরমে কষ্ট পেয়েছে দক্ষিণবঙ্গ (South Bengal)। এদিকে টানা বৃষ্টিতে বানভাসি অবস্থা হয়েছিল উত্তরে। তবে মাস শেষের আগে বদলাতে শুরু করে দক্ষিণবঙ্গের আবহাওয়া। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে গরম এখন অনেকটাই কম। এই বৃষ্টি (Rainfall Alert) কতদিন চলবে? এবার এই নিয়ে বড় আপডেট (Weather Update) দিল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস (Alipore Weather Office) সূত্রে জানা যাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই সঙ্গে আরও একটি ঘূর্ণাবর্ত জুড়েছে। অর্থাৎ জোড়া ঘূর্ণাবর্ত ফুঁসছে। এই দুইয়ের জেরে এবার রাজ্যের বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) রয়েছে। সেই সঙ্গেই বজ্রপাত এবং ঝড়ের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার সব জায়গায় কিন্তু বর্ষণ হবে না। নদিয়া এবং দুই ২৪ পরগণায় যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আরও পড়ুনঃ চোপড়ায় রাস্তায় ফেলে তরুণীকে বেধড়ক মার! ‘মেয়েটির ভুল ছিল’, বিস্ফোরক তৃণমূল বিধায়ক!
আগামী বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন নদিয়া এবং দুই ২৪ পরগণায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জুন মাসের শেষ কয়েকদিনে দক্ষিণবঙ্গের নানান জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। যদিও সেই বৃষ্টি বর্ষার চেনা ঝেঁপে বৃষ্টি নয়।
আবহাওয়া দফতরের শেষ আপডেট বলছে, বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ সক্রিয় হয়ে উঠেছে। আগামী বুধবার থেকে এর প্রভাব দেখা যাবে। সেদিন থেকে ঝেঁপে বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বাধিক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমুদ্র তীরবর্তী জেলাগুলিকে বিশেষ করে সতর্ক করা হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ এবং আগামীকাল সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পাবে, ফুঁসে উঠতে পারে সাগর। সেই সঙ্গেই বইরে পারে দামাল হাওয়া।