বাংলা হান্ট ডেস্কঃ একদিকে লাগাতার বৃষ্টির জেরে দুর্যোগের পরিস্থিতি উত্তরবঙ্গে। অন্যদিকে গুমোট গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ (South Bengal)। খাতায় কলমে বর্ষা ঢুকে গেলেও আবহাওয়া দেখে তা বোঝা দায়। আকাশ মেঘলা করে থাকলেও বৃষ্টির দেখা নেই। এই অবস্থায় বৃষ্টি নিয়ে আশার খবর শোনালো আবহাওয়া দপ্তর (Weather Update)।
দেখতে দেখতে জুন মাস শেষের পথে। হাওয়া অফিসের পূর্বাভাস, মাস শেষের আগেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা (Rainfall Alert) রয়েছে। আগামী শুক্রবার থেকে বৃষ্টি শুরু হতে পারে। শনিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা রয়েছে। ফলত তখন গুমোট গরম থেকে মুক্তি মিলতে পারে।
বুধবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ভিজতে পারে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম। সেই সঙ্গেই ৩০-৪০ কিলোমিটার/ঘণ্টা বেগে দমকা হাওয়াও বইতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সকল জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার বইতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। শনিবার আবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ কয়লা পাচার মামলায় নয়া টুইস্ট! CBI-র হাতে গ্রেফতার ৩ হেভিওয়েট, নাম ফাঁস হতেই তোলপাড়!
এদিকে আজ আবার সকালে কলকাতার আকাশ বেশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের আনাগোনা হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টিতে ভিজতে পারে মহানগরী। সপ্তাহান্তে ভারী বৃষ্টি হতে পারে তিলোত্তমায়।
অন্যদিকে উত্তরে এখনও ভারী বৃষ্টি চলছে। বুধবারও উত্তরের তিন জেলা, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, আগামীকাল দুপুর থেকে উত্তরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে গোটা সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।