বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার সকালে তুমুল বৃষ্টির সাক্ষী থেকেছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলা। সেই সঙ্গে দোসর হয়েছিল ঝোড়ো হাওয়া। শুক্রবার মোটের ওপর শুষ্কই ছিল আবহাওয়া। এবার ফের ঝড়বৃষ্টির (Rainfall Alert) পূর্বাভাস দিল হাওয়া অফিস। কোন কোন জেলা ভিজবে? ইতিমধ্যেই সামনে এসেছে নয়া আপডেট (Weather Update)।
কেমন থাকবে বাংলার আবহাওয়া (South Bengal Weather)?
দেখতে দেখতে ফেব্রুয়ারি শেষ হতে চলল। ইতিমধ্যেই বেশ খানিকটা কমেছে শীতের আমেজ। আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এখন থেকেই রোদে দাঁড়ালে ঘাম ছুটে যাচ্ছে দক্ষিণবঙ্গবাসীর। চলতি বছরের মতো শীত বিদায় নিয়েছে বলেই মনে করছেন অনেকে। এই আবহে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে ফের বর্ষণ হতে পারে। সেই সঙ্গেই বইতে পারে ৩০-৪০ কিমি/বেগে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও আবার এই হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ কিমি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন শুভেন্দু! BJP বিধায়ক লিখলেন, ‘জীবনে আর কোনোদিন…’!
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, সপ্তাহান্তে তথা আজ এবং রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হালকা বর্ষণের (Rain) সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। বিকেলের পর বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। চলতি সপ্তাহে দার্জিলিং সহ উত্তরের জেলাগুলিতেও হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। তুষারপাতও হতে পারে দার্জিলিংয়ে।
এদিকে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রার পারদ ধীরে ধীরে বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি করে বৃদ্ধি পেতে পারে। এরপরের দু’দিন ফের তাপমাত্রা খানিকটা হ্রাস পাবে। ২ থেকে ৩ ডিগ্রি অবধি তা কমতে পারে। তবে আগামী ৫ দিনে উত্তরের জেলাগুলির তাপমাত্রার ক্ষেত্রে কোনও হেরফের হবে না বলে আপাতত জানানো হয়েছে। অর্থাৎ সেখানে তাপমাত্রা মোটের ওপর একই থাকবে।
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি (South Bengal Weather)। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে খবর।