বাংলা হান্ট ডেস্কঃ তীব্র গরমে নাজেহাল দশা দক্ষিণবঙ্গবাসীর (South Bengal Weather)। মার্চ মাসেই তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল নানান জেলায়। এপ্রিল মাসেও সেই গরম অব্যাহত। এই আবহে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস (Rainfall Alert) দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার থেকেই দক্ষিণের (South Bengal) জেলায় জেলায় বর্ষণ শুরু হবে। কবে কোন জেলা ভিজবে, ইতিমধ্যেই জানা গিয়েছে সেকথা।
দক্ষিণবঙ্গে একটানা ৬ দিন বৃষ্টির পূর্বাভাস (South Bengal Weather)!
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ থেকে সোমবার অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। আজ দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনও কোনও অংশে অল্পবিস্তর বর্ষণ হতে পারে। এরপরের দিন এই জেলাগুলির পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের কোনও কোনও অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও আবার বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সপ্তাহান্তেও দক্ষিণের (South Bengal Weather) একাধিক জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুনঃ হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার ডাক! ‘শুভেন্দু নিষিদ্ধ করার কে?’ বড় প্রশ্ন তুলে দিলেন রাজীব
শনিবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণার কোনও কোনও অংশে বৃষ্টি (Rain) হতে পারে। এরপর রবিবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের কোনও কোনও অংশে বর্ষণের সম্ভাবনা রয়েছে। সোমবার আবার ভিজতে পারে উত্তর ২৪ পরগণা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের কোনও কোনও অংশ।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের একাধিক জেলাতেও চলতি সপ্তাহে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির কোনও কোনও অংশ অল্পবিস্তর বৃষ্টিতে ভিজতে পারে। এরপর আগামী রবিবার ও সোমবারও ওই জেলাগুলিতে বর্ষণের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল থেকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামী পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। সেগুলি মোটের ওপর একই থাকবে। উত্তরের (North Bengal Weather) জেলাগুলির তাপমাত্রাও আগামী পাঁচ দিন একই থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
মার্চ থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। এই আবহে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন বৃষ্টিপাতের ফলে গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে।