নিম্নচাপ ও প্রাক বর্ষার জের! রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সকাল থেকে আকাশের মুখ ভার (South Bengal Weather)। সেই সঙ্গেই বইছে ঠাণ্ডা হাওয়া। কোথাও কোথাও আবার শুরু হয়েছে দু-এক পশলা বৃষ্টি (Rain)। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বুধবার রাজ্যের প্রায় সকল জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ও প্রাক বর্ষার জেরে বাংলায় আপাতত দুর্যোগের পূর্বাভাস (Weather Update)। কতদিন থাকবে এমন আবহাওয়া? সামনে এসেছে সেই তথ্য।

উপকূলবর্তী জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি (South Bengal Weather)

আগেই জানা গিয়েছিল, জুন মাসের প্রথম সপ্তাহে রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে। তবে তার আগেই একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তি বৃদ্ধি করবে ও গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে।

এর প্রভাবে আজ থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal) উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আগামীকাল ও শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে খবর।

আরও পড়ুনঃ পহেলগাঁওয়ে নৃশংস হামলা! ‘পাক সেনা কর্তারা…’, সিঙ্গাপুরে দাঁড়িয়ে পাকিস্তানের মুখোশ খুলে দিলেন অভিষেক

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২-৩ দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) প্রবেশ করবে। আজ উত্তরের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার ও উত্তর দিনাজপুরের দু-এক জায়গায় তুমুল বর্ষণের সম্ভাবনা।

Rain in Kolkata South Bengal weather North Bengal West Bengal weather update 28th May

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই রাজ্যের নানান জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে (South Bengal Weather)। যার জেরে ভ্যাপসা, অস্বস্তিকর গরম আপাতত নেই। আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহভর বাংলার নানা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এখনই ফের গরমের দাপট বাড়বে না বলে অনুমান করছেন অনেকে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X