রবিবার অবধি ঝড়বৃষ্টির পূর্বাভাস! আজ ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাঃ আবহাওয়ার খবর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ চৈত্রের শেষ লগ্ন থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। নতুন বছরেও অব্যাহত সেই ধারা। আগামী রবিবার অবধি দক্ষিণের (South Bengal) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনটাই বলছে (Weather Update)।

আজ ভিজতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা!

ভরা বসন্তেই গ্রীষ্মের অনুভূতি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। চৈত্র মাসেই তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল একাধিক জেলায়। এখন অবশ্য তেমন আবহাওয়া নেই। গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। আগামী ২০ এপ্রিল অবধি আবহাওয়া এই রকমই থাকবে বলে পূর্বাভাস।

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির (Rainfall Alert) সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। আজ থেকে আগামী রবিবার তথা ২০ এপ্রিল অবধি দক্ষিণের নানান জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস সূত্রে এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুনঃ ‘ভূগোল বিশেষজ্ঞ, ব্যর্থ মুখ্যমন্ত্রী’! শ্রীলঙ্কাকে পশ্চিমবঙ্গের পড়শি বলতেই মমতাকে আক্রমণ সুকান্তর

বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও সেই দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার, কোথাও আবার ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে বলে খবর।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের একাধিক জেলাতেও বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে। আগামী ২২ এপ্রিল অবধি উত্তরের নানান জেলায় বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গেই দোসর হতে পারে দমকা হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে সেই হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস।

south bengal weather

একটানা বৃষ্টির পূর্বাভাস থাকলেও আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা মোটের ওপর একই থাকবে। তাতে কোনও পরিবর্তন আসবে না। উত্তরের জেলাগুলির ক্ষেত্রেও একই পূর্বাভাস রয়েছে।

উল্লেখ্য, চৈত্র থেকেই হাঁসফাঁস গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী (South Bengal Weather)। মাসের শেষ লগ্ন থেকে অবশ্য রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। বৈশাখের শুরুতেও অব্যাহত রয়েছে সেই ধারা। সপ্তাহান্ত অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X