বাংলা হান্ট ডেস্ক: বঙ্গে খেল দেখাচ্ছে আবহাওয়া। উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি। দিনভর মেঘলা আকাশ। গরম হালকা থাকলেও অধিকাংশ জেলায় অস্বস্তি নেই। এদিকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। তবে এরই মাঝে বড় স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর (Weather Update)। আগামী দু’তিন ঘণ্টায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। জানাল IMD.
আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েক ঘণ্টায় বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় বৃষ্টি হতে পারে। বইবে ঝোড়ো হাওয়া। পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও থাকছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দু’দিনে আরও বাড়তে পারে তাপমাত্রা। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে গোটা দক্ষিণবঙ্গে। পশ্চিমের চার জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। জারি হয়েছে সতর্কতা। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান-সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪২ থেকে ৪৪ ডিগ্রি পৌঁছতে পারে।
আগামী ২-৩ দিন বৃষ্টির সম্ভাবনা নেই শহর কলকাতায়। গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছবে। এদিন এক ধাক্কায় কলকাতার চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ফের চল্লিশের কাছাকাছি কলকাতা। ওদিকে ঝড়-বৃষ্টির তুলকালাম চলেছে উত্তরবঙ্গে।
আরও পড়ুন: সুপ্রিম চাপ! SSC-র ‘অযোগ্য’দের নাম প্রকাশ করতে চলেছে সরকার, কবে? তোলপাড় রাজ্য
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ ও দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড় উঠবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।