বাংলা হান্ট ডেস্ক: গরমে হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মানুষের। তবে শীঘ্রই এই জ্বালাপোড়া থেকে মুক্তি। আর মাত্র ২৪ ঘণ্টা। তারপরই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা (Kolkata) সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গেই। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গজুড়ে রয়েছে বৃষ্টিপাতের (Rainfall Alert) পূর্বাভাস। যা শুনে রীতিমতো স্বস্তির নিঃস্বাস ফেলছেন সাধারণ মানুষ।
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টি হবে না কলকাতায়। বুধবার আদ্রতাজনিত অস্বস্তি, প্রচন্ড গরম থাকতে পারে শহর কলকাতায়। আজ গোটা দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টির পূর্বাভাস নেই হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর ২৪ পরগনায়।
আগামীকাল থেকে ভিজবে রাজ্যের অধিকাংশ জেলা। বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ১৪ থেকে ১৭ জুন পর্যন্ত টানা ৩-৪ দিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। ইতিমধ্যেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান-সহ পশ্চিমের জেলায় সর্বোচ্চ ৪৪ ডিগ্রি পৌঁছতে পারে তাপমাত্রা। আজ বিকেলের পর থেকে কিছুটা অস্বস্তি কমবে। শনিবার থেকে আরও তাপমাত্রা কমবে। উধাও হবে তাপপ্রবাহ।
আরও পড়ুন: ‘মোবাইল নিষিদ্ধ…’, আর সহ্য করতে না পেরে বিরাট নির্দেশ ক্ষুব্ধ মমতার
রাতভর তুমুল বৃষ্টি চলেছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আগামীকাল ১৩ জুন পর্যন্ত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী, এমনকি অত্যন্ত ভারী বৃষ্টির কড়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঝড়ের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে।