দক্ষিণবঙ্গে বর্ষার আগমন, ঝেঁপে আসছে বৃষ্টি! কখন থেকে শুরু? IMD-র কাঁপানো আপডেট

   

বাংলা হান্ট ডেস্ক: শীঘ্রই দক্ষিণবঙ্গে (South Bengal) প্রবেশ করবে বর্ষা (Monsoon)। ঝমঝমিয়ে শুরু হবে বৃষ্টি। তীব্র গরম আর অস্বস্তির মাঝেই খুশির খবর দিল আইএমডি (IMD)। মে মাসের শেষের দিকেই নির্ধারিত সময়ের আগে উত্তরবঙ্গে ঢুকে গিয়েছে বর্ষা। যার জেরে বৃষ্টির তুলকালাম চলছে উত্তরের জেলা গুলিতে। ভেসে গিয়েছে তিস্তা। উত্তরে দুর্যোগের মাঝেই এবার দক্ষিণবঙ্গেও পা রাখছে বর্ষা।

সাধারণত উত্তরবঙ্গেই প্রথমে বর্ষা প্রবেশ করে। তারপর পৌঁছায় দক্ষিণবঙ্গে। লেটেস্ট উআইএমডি জানিয়েছে, আগামী ৪-৫ দিনের মধ্যেই ফের দক্ষিণপশ্চিমি মৌসুমি বায়ু অগ্রসর হতে শুরু করবে। আগেই আবহাওয়া দপ্তর জানিয়েছে এবার বর্ষার দাপট বেশি থাকবে। বৃষ্টিপাত বেশি হবে। পাশাপাশি দীর্ঘস্থায়ী হবে বর্ষা।

গত ৩১ মে বর্ষা প্রবেশ করে উত্তরবঙ্গে। তারপর থেকেই প্রবল বৃষ্টিতে ভিজছে উত্তরের একাধিক জেলায়। মূলত ভুগছে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা। এবার দক্ষিণপশ্চিমি মৌসুমি বায়ু গাঙ্গেও পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার আগমন।

বর্ষা এখনও না ঢুকলেও আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিকেলের দিকে বৃষ্টি হবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতায়।

পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়াতে ঝোড়ো হওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার।

Rain forecast in South Bengal North Bengal West Bengal Kolkata weather update 13th

আরও পড়ুন: অসুস্থ অভিষেক, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে, আজই হবে অপারেশন

সোমবারও একই রকম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। এরপর মঙ্গলবার থেকে আরও বাড়বে বৃষ্টি। ১৭ তারিখের পর থেকে কলকাতায় বৃষ্টিপাতের বাড়বে। সেই দাপট চলতে পারে টানা এক সপ্তাহ। উত্তরের আলিপুরদুয়ার, কালিম্পং জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কয়েকটি জায়গাতে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর