বাংলা হান্ট ডেস্ক: বৃষ্টি বাড়ছে দক্ষিণবঙ্গে। সকাল থেকেই আকাশের মুখ ভার। একাধিক জেলায় বৃষ্টিও চলেছে। কোথাও কোথাও দেখা মিলেছে ভারী বর্ষণেও (Rainfall)। তবে কলকাতায় এখনই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এমনটাই জানাল আবহাওয়া দপ্তর। আগামী সাত দিন দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সিলসিলা জারি থাকবে।
কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ মেঘলা আকাশ। বৃষ্টিও হয়েছে সামান্য। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়াও।
মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। ভারী বৃষ্টিতে ভিজবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায়।
বুধবার হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভিজবে কলকাতাও।
আরও পড়ুন: হকার উচ্ছেদ অতীত, এবার টোটো নিয়ে বিরাট সিদ্ধান্ত! প্রশাসনের এক নির্দেশে ঘুম উড়ল টোটো মালিকদের!
উত্তরে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে জারি হয়েছে কমলা সতর্কর্তা। বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে। সাথে ঝোড়ো হওয়ার দাপট থাকতে পারে।